উত্তর দিন আমাকে ?( ভিডিও)

উত্তর দিন আমাকে ? ভিডিও টি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানিয়ে নিন আমরা কিভাবে আমাদের বিপদ ডেকে আনছি। ------------------------------------------------------আমাদের মধ্য যেসব ভাই ও বোনেরা এবার মেডিকেলের প্রশ্ন টাকা দিয়ে কিনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তারা যে মেডিকেলে পড়ার সময় জালিয়াতি করে ডক্টর হবে না তার প্রমান কি ? তারা তো ভর্তি পরীক্ষা তেই জালিয়াতি কোরেছে । আর যারা বা যাহারা প্রশ্ন বিক্রি করে হয়ত অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু তারা জানে না যে, তারা তাদের জীবন কে তার পরিবারে জীবনকে হুমকির মুখে ফেলছে। ধরুন আপনি একজনার কাছে মেদিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রি করলেন। .......... ৫ বছর পর আপনি আপনার বাবর অপারেশোন করাতে গেলেন আর দেখলেন যার কাছে আপনি প্রশ্ন বিক্রি করেছেন সেই ডাক্তার আপনার বাবার অপারেশোন করবে। .... আর কিছু লিখলাম না। ..... বুঝে নিন। ...fb.com/MasterAll.Masum

Posted by Md Masum Billah Rasel on Friday, October 9, 2015

Error: Embedded data could not be displayed.

আমি মনে করি,
অধিকাংশ মানুষের  জীবনে এই একটা প্রশ্ন খুবই কমন।
আমরা সকলেই জানি সময় কখনো থেমে থাকে না।তাহলে আমরা কেন থেমে থাকবো।
আমাদের সব কিছুই করার পাশা পাশি , সবকিছুই  করতেহবে।
আশাকরি কথাটি বুঝতে পেরেছেন।

বাদ দেই এসব কথা।আশি কাজের কথায়। কোথায় আছে টাকা যা দিয়ে ব্যবসায় শুরু করা সম্ভব।

আমি বলব  আপনার কাছেই  টাকা আছে যা দিয়ে আপনি ব্যবসায় শুরু  করতে পারেন কিন্তু আপনি তা জানেন না ।কেননা আমার অনেকেই মনে করি
ব্যবসায় শুরু  করতে অনেক টাকার প্রয়োজন। এই কথা তা সম্পূর্ণ ভুল।
আবার কথা তা পুনরায় বলছি। 


ব্যবসায় শুরু করতে অনেক টাকার প্রয়োজন।এই কথাতা সম্পূর্ণ ভুল।
এখানে আমি শুরু করার কথা বলেছি।বড় ব্যবসা করার কথা বলি নি।

তার প্রমান আমাদের বাংলাদেশী অনেক সফল ব্যবসাইরা।প্রমান দেখতে চান।তাহলে দেখুন।

https://www.youtube.com/watch?v=cOdicoGID-g

মেঘনা গ্রুপের মাননীয়  চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামালের  ব্যবসায় জীবনের কথা। 
ভিডিওটি ৭:২০ মিনিট এর পর থেকে দেখুন। 
আরো অনেক ভিডিও। ... এখানে প্লেলিস্টের  লিংক দেয়া হলো
https://www.youtube.com/watch?v=8R0kuvSTces&list=PLiDkL9tj1S_93MtBcq2CV_kwJq1q4jrW1

আমার যেই ভিডিওটি সবচেয়ে  বেশি  ভালো লেগেছে সেই ভিডিওটি ইউটিউবে  আর নেই তাই  শেয়ার করতে পারলাম না । তাই দুক্ষিত।
জানিনা না  কি করে NTV এর অফিসিয়াল  ইউটিউব চ্যানেল  কপিরাইট এর  শিকার হলেন।তাই তাদের ইউটিউব চ্যানেল টি হারাতে হয়েছে।

ভিডিওটি ছিল Thermax Group এর মাননীয়  চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার ব্যবসাই জীবন নিয়ে ।

আশাকরি ইত্তি মধ্যেই আপনি প্রমান পেয়েগেছেন যে
ব্যবসায় শুরু  করতে অনেক টাকার প্রয়োজন নেই।

দরকার সুধু  ইচ্ছা আর মনোবোল।

এখন প্রশ্ন হলো, প্রাথমিক ভাবে অল্প টাকা দিয়ে যে ব্যবসায় শুরু  কোরবো  সেই টাকাই বা কোথায় পাব ?
ওকে বলে দিচ্ছি উপায়।

প্রতি  বছরই ২ টাঈদ উদযাপিত হয় ।আমরা রোজার ঈদে একটু বেশি কেনা কাটা করি , ১ বছর না হয় ৪০০ টাকার বা ৫০০ টাকার একটা পাঞ্জাবি কিনলাম।বাকি টাকা ,সেভ  করলাম ।
পাঞ্জাবি পরার সুবিধা।
নতুন পেন্ট কিনতে হবেনা। কারণ আপনি নতুন কিংবা পুরোন  পেন্ট পোড়েছেন কি না  তা  বুঝার উপায়্ নেই এবং পাঞ্জাবির সাথে বেশি  দামী জোতা  বা সেন্ডেল এর প্রয়োজন হয়না। মোটামোটি মানের হলেই চলে।

তার মানে আপনি রোজার ঈদে  ৪০০০ থেকে ৫০০০ টাকা সেভ করতে পারেন । 

কোরবানির ঈদেও একই কাজ করতে পারেন। যদিও আমাদের মধ্য বা নির্ম মধ্যবর্তী পরিবারে তেমন বেশি বাজেট থাকেনা এই ঈদে।
তবুও আপনি চেষ্টা করলে  ১০০০ টাকা থেকে ১৮০০ টাকা সেভ করতে পারবেন।
অনেকেই ভাববেন ১৮০০ এই ডিজিট টা  কেনে । আমি বলবো আমার ঠিক তেমন তাই হয়েছে তাই ।

তারমানে আপনার ২ ঈদে ৫০০০ থেকে  ৬৮০০ টাকার মত সেভ হবে। 

এবার হল আপনার মোবাইল ফোনের বেলেন্সের খরচের কথা। কিছুটা কমালে আপনি  ১ বছরে ১২০০ টাকা সেভ করতে পারবেন।
কারণ আমাদের সকলেরই কম বেশি  প্রতি মাসে সর্বনিন্ম  ২৫০ টাকা খরচ আছে মোবইলের পিছনে কমিয়ে ১৫০ টাকায় নিয়ে আসেন।প্রতিদিন মোবাইলে
৫ টাকা খরচ। ৪ দিন পর পর মোবাইলে  ২০ টাকা করে Flexi করুন।প্রতিদিনের জরুরি কথা বলার  জন্য ২০ টাকা ৪ দিনে কম  না কিন্তু। 

যদি গার্ল ফ্রেন্ড থাকে,
তাহলে বলুন আমার জান,  আমার সোনার ময়না পাখি এই বছর না হয় আমরা একটু মোবাইলে  কম কথা বলি।এই সময়ে  আমাদের ২ জনের ভবিষ্যৎ
নিশ্চিত করি। আশা করি সত্যিই , সে আপনার যোগ্য জান, সোনার ময়না পাখি হয়ে থাকে তাহলে আপনার কথা শুনবে।
সতর্ক - ভুলেও একেবারে কথা বন্ধ বা যোগাযোক বন্ধ কোরবনে  না। কারণ বর্তমান যুক সম্পর্কে হয়ত আপনাদের ভালো ধারণা আছে।
পরে গার্লফ্রেন্ড কে হারাতে হভে।

আমার গার্ল ফ্রেন্ড নেই, তাই অভিজ্ঞতা ছাড়াই  বল্লাম ।বাংলা নাটক থেকে নেয়া  ,আশাকরি  মাইন্ড করবেন না।

প্রাইভেট পড়াতে পারেন। 
আমি ধরে নিলাম আপনার কাছে কোন স্টুডেন্ট নেই পড়ানোর মত। আপনার বন্ধুদের বলুন আমার কিছু স্টুডেন্ট দরকার বাসায় গিয়ে পরাবো এবং
৪০ টাকা খরচ করে একটা লিফলেট আকারের পোস্টার  বানান - ৫০ টাকা খরচ  করে ৪০ টা ফটোকপি  করুন  - ১০ টাকা দিয়ে ঘাম কিনুন ,তারপর  কিছু গ্রুতুপুর্ণ স্থানে লিফলেট আকারের পোস্টার লাগিয়ে দিন।

আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন ! তাহলে কম করেও হলেও ১ মাসের মধ্য ৪ টা স্টুডেন্ট পাবেন।
প্রতি মাসে  ৪ টা স্টুডেন্ট পড়ান  তাহলে  ৪০০০ থেকে ৬০০০ টাকা আয় কোরতে পারবেন।
ধরলাম আপনি এই টাকার কিছু অংশ ব্যয়  করেন।
আপনি যদি এখান থেকে কম হলে  প্রতি মাসে ২০০০ টাকা করে সেভ করেন  তাহলে আপনার ১ বছরে টাকার পরিমান  দাড়াবে ২৪,০০০ টাকা।

তাহলে আপনার এখন মোট জমানো টাকার পরিমান ৩০২০০ থেকে ৩২০০০ টাকা।


কিছু সহজ উপায় টাকা কম খরচ করার।

আপনি যদি ধুমপান করেন  তাহলে তা বন্ধ করেদিন এতে আপনার  কিছু টাকা সেভ হবে এবং শরীরও ভালো থাকবে।
আপনি যেই পথ  রিক্সায় চলতেন সেই পথ না হয় ১ বছর হেটে যান।
বাহিরে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছেড়ে  দিন , বাসার খাবার খান।


আপনি এই সকল পদ্ধতি অবলম্বন করলে আপনি এক বছরে কম হলেও ১০,০০০ টাকা সেভ করতে পারবেন।
[ভুল করেও ইন্টারনেট / ব্রাডবেন্ড কানেকশন অফ করবেন না। ... সুধু মাত্র যেই মাসে আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে সেই মাস অফ রাখতে পারেন ]


এখনোকিন্তু ,আমি আসল  টাকার সন্ধান দেইনি।

তো চলুন আসল টাকার সন্ধানে।

১. আপনার লেখা নোট্ বিক্রি করুন।

আজ আপনাদের নোট বিক্রি করে আয় করার একটা সিক্রেট বলবো।

( নিশ্চই আপনার  কলেজ অথবা ভার্সিটির কাছা কছি ফটোকপি বা লাইব্রেরির  দোকান আছে।এখন আপনার কাজ হলো , ঐ দোকানের কর্মচারী বা বিক্রেতার  সাথে ভাল সম্পর্ক তৈরী করা। তারপর আপনার নোট্ টি তার দোকানে ৪ টা  থেকে ৬ টা  ফটোকপি করার নিজের টাকায়।এবার দোকানদারকে বলুন কেহ যদি তার দোকানে ফটোকপি করতে আসে তাহলে তাকে ঐ নোট টি কেনার প্রস্তাব দিতে। এতে করে তার লাভ কি ?
তার সাথে আপনি আপনার লাভের কিছু অংশ শেয়ার করুন।
এই পদ্ধতিটি  সবচেয়ে  বেশি কাজে করে  পরীক্ষার আগে। যারা নিয়মিত ক্লাস করেনা তারা  তখন কোন ভাল নোট পেলেই , অধিক দাম দিয়ে কিনে ফেলে )

২.Social Investment Networks গুলোতে কাজ করেও আপনি টাকা আয় করতে পারেন।

যেমন - আপনি ফেইসবুকে, টুইটারে আরো অনেক বড় বর কম্পানিতে কিছু  টাকা ইনভেস্ট করে আয় করতে পারেন।
এখন হলো আমি বাংলাদেশে বসে  কিভাবে ফেইসবুকের , টুইটারের শেয়ার কিনব।ওকে , এই বিষয় নিয়ে অন্যদিন একটা পোস্ট করার চেষ্টা করবো।
আপনি যদি  অনলাইনে ভলো ব্রাউজ করতে জানেন, তাহলে নিজেই বেরকরে নিতে  পারবেন।


আর একটা কথা এখান থেকে  টাকা withdraw করা অনেক সহজ।

( আমরা অনেকেই ইন্টারনেট বলতে কেবল ফেইসবুককে  কে বুঝি। তাদের জন্য বলছি , আমার মতে ফেইসবুক হচ্ছে একটা নদীর একফোটা জলেরমত।
আমি এখানে বুঝাতে  চেয়েছি ইন্টারনেট জগতে ফেইসবুকের পরিধী ঠিক কতটুকু। আরো অনেক মজার মজার ওয়েব,সোশ্যাল সাইট  আছে যেখানে আপনি আপনার
মূল্যবান সময় কাটালে,আপনার সময়ের সার্থকতা প্রকাশ পাবে।অনলাইনে বেশি বেশি  নতুন ওয়েব  ব্রাউজ করতে শিখুন।ধরুন টেকটিউনের কথা,আপনি
টেকটিউন থেকে যতটুকু নতুন কিছু  শিখেছেন তা কি ফেইসবুক থেকে শিখতে পেরেছেন ? উত্তর না।  আমার জানামতে টেকটিউন অনেকের জীবনকে অনেক
ভাল পর্যায় নিয়ে গেছে নতুন কিছু শেখানোর মাধ্যমে।)

৩. Affiliate marketing করেও আপনি অনলাইন থেকে ভালো একটা এমাউন্ট আয় করতে পারেন ভবিষ্যতে ব্যবসায় শুরু করার জন্য।
আপনি এই বিষয়ে ইউটিউবে রিফাত ভাইয়ের ,লাজুক হাসান ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ভিডিও  টিউটোরিয়াল পাবেন।
আর অমিতো  আছিই ।
যেমন রিফাত ভাই Affiliate Marketing করে এখন সফলতার শিখরে। তার সফলতার গল্প Payoneer তাদের অফিসিয়াল YouTube চ্যানেলে
শেয়ার কোরেছে।সে এখন এই Affiliate Marketing করে বাংলাদেশের একজন সফল  ব্যবসাই ।


 এখনো যারা Payoneer এ একাউন্ট খোলেননি তারা এই লিঙ্কে  ক্লিক করুন। https://www.payoneer.com/raf/?rid=11355195-AB12-455D-B2FA-38E7FC4DB0A5

আপনি এখান থেকে একটা ইন্টারন্যাশনাল  মাস্টার কার্ডও পাবেন।
আপনি যদি আমার রেফারে একাউন্ট ওপেন করেন তাহলে আপনার Payoneer একাউন্টে  যখন $১০০ বেলেনচ্ছ হবে তখন আপনি $২৫ গিফট হিসেবে পাবেন।
কিভাবে একাউন্ট ওপেন কোরবেন  সেই সম্পর্কে টিউটোরিয়াল - ভিডিও ১ https://www.youtube.com/watch?v=KhWmEznb_dE
 ভিডিও ২ - https://www.youtube.com/watch?v=sAkMl8FR0L8



 ৪. Microworkers.com এ ছোট  ছোট   কাজ করেও প্রথম দিকে প্রতি  মাসে $৩০ থেকে $৫০ আয় করা সম্ভব।আর মজার বিষয় এখানে কাজ পাওয়ার জন্য  কাজের অপেক্ষায় থাকতে হয়না।আপনি প্রথম দিনেই  একাউন্ট খুলেই কাজ পাবেন এবং এখানকার কাজ গুলো খুবই সহজ তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।


৫. Fiverr এ  কাজ করুন পার্ট -টাইম।
আল্লাহতালা সকলকেই দুনিয়াতে কোন না কোন বিশেষ গুন দিয়ে পাঠিয়েছে।আশা করি এই বিসয়ে  আমার সাথে সবাই একমত পোষণ কোরবেন।
কেউ হয়তো  তার বিশেষ গুনটাকে বুঝতেপারে আবার কেহ পারেনা।আবার  কেহ  বুঝতেপেরেও প্রয়োগ করতে পারেনা।
আর যারা প্রয়োগ করে  তারাই সফল।
Fiverr  হচ্ছে ঠিক তেমন একটা প্লাটফর্ম , যেখানে আপনার বিশেষ টেলেন্ট প্রয়োগ করে সামান্য কিছু সময় ব্যয় করে প্রতি মাসে একটাভালো
এমাউন্ট আয় করতে পারেন।

৬.আপনার ব্যবহার করা জিনিস গুল পুনরায় ব্যবহার করুন এবং বিক্রি করেদিন ।

আপনার সেন্ডেল ছিড়ে গেছে, আপনি নতুন একটা না কিনে , মুচি মামুর কাছে যান। আপনার পুরনো Books,CD,Games,Playing instrument (ক্রিকেট বেট,ফুটবল,)

৭.আপনি যদি একজন ভাল ফটোগ্রাফার হন তাহলে আপনার ফটোগ্রাফ গুল প্রথমে ফ্রি কিছু পপুলার সাইটে (Fotolia and  istockphoto) আপলোড দিন ,কারণ এতে করে আপনার ফটোগ্রাফ মার্কেটে  একটা ইমেজ ক্রিযেট হবে। তারপর আপনি আপনার ফটোগ্রাফ বিক্রি করে প্রচুর টাকা আয়্করতে  পারবেন।

৮.আপনি যদি মজার মজার গল্প বা নাটকের স্ক্রিপ্ট  লিখতে পারেন তাহলে তা বিক্রি করেও ভালো একটা এমাউন্ট আয় করতে পারেন।
আপনার বডি এবং  মুখমন্ডল যদি মডেলের মত হয়, তাহলে  আপনি রেম্প করেন।




আমার কাছে আরো অনেক পদ্ধতিছিল  কিন্ত এই পদ্ধতিগুলো ছিল তার মধ্য বেস্ট তাই এগুলো শেয়ার  করলাম।

সবশেষে সবাইকে একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করবো। হয়তো এই ভিডিও টি আপনার জীবন বদলে দিতে পারে।

জীবনে বড় হতে হলে কিছু বই পড়তে হয়,কিছু মুভি দেখতে হয় ,গুনি মানুষের সাথে চলতে হয়।
Sushanta Paul ভাই এ কথাগুলো প্রাই বলেন।এই ভিডিওটি তার কথার একটা মাত্র প্রমান।

ভিডিওটির   ফেইসবক লিংক :https://www.facebook.com/MasterAll.Masum/videos/vb.100002258992080/961654483919842/?type=2&theater#

ইউটিউব

এই ভিডিও টি আপনার মনের কিছু অজানা প্রশ্নের উত্তর দিবে। ...
যেমন
অনেকেই বলেন
কি কাজ করবো ? কি ব্যবসা করবো ? এই বব্যবসায় কি আমকে মানাবে ? ব্যবসা কোরবো টাকা কই ? কে দিবে ? বাবা তো বলে চাকরি কর।
নানান প্রশ্ন । ....

যদিও ভিডিওটি তুলনামূলক ভাবে একটু বড় (১৮ মিনিট )। তবুও দেখেন।

আশা করি এই শর্ট ফিল্মটি আপনার জীবনে বা জীবনের সাফল্যের গন্তব্যে পা রাখতে সহযোগীতা কোরবে।

আমিও ঠিক আপনাদের মতই। ... মাত্র পা রাখলাম জীবনের যাত্রায় , আমার জন্য দোয়া কোরবেন।
আমি সুধু আমার কিছু জানা পদ্ধতি ও অভিজ্ঞতা শেয়ার কোরলাম আপনাদের সাথে।
অনেক কথা বলে ফেল্লাম , আমার নিজের অজান্তে  কোন ভুল,ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।


এই লেখাটির শেষ ম্যাসেজ  - Think BIG , START small .

ফেসবুকে আমি। https://www.facebook.com/MasterAll.Masum 
"আমি যদি বলি আমার প্রথম বন্ধু- গুগল 
তাহলে আমাকে অব্যশই বলতে হবে,আমার প্রথম প্রেমিকা - ইউটিউব।"

আমি যত টানা  ফেইসবুককে ভালোবাসি
তারচেও বেসি ভালবাসি  ইউটিউবকে।
কারণ
আমি ইউটিউবের প্রেমে পাগল।
তাই ইউটিউবের ১০তম জন্মদিনে আমার পক্ষ থেকে শুবেচ্ছা।



নটর ডেম বিজনেস ক্লাব
সূচনাকাল : ১৯৭৩ খ্রিস্টাব্দ


পরিচালক : মি. শীতল চন্দ্র দে
(সহকারী অধ্যাপক,ব্যবসায় শিক্ষা বিভাগ  )


প্রতিষ্ঠাকাল

' কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি ' - এ মূলমন্ত্রটি সামনে রেখে ১৯৭৩  খ্রিস্টাব্দে  নটর ডেম বিজনেস ক্লাব  প্রতিষ্ঠিত  হয়। তৎকালীন ছাত্র উপদেষ্টা এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার ষ্টিফেন গমেজ, সিএসসি এবং অধ্যক্ষ ফাদার বেঞ্জ্জামিন  কস্তা, সিএসসি এর পৃষ্ঠপোষকতা ও প্রাক্তন শিক্ষক মি.ম. নূরুন্নবীর ঐকান্তিক চেস্টার ফসল ' নটর ডেম বিজনেস ক্লাব '। ১৯৯২  খ্রিস্টাব্দে বর্তমান পরিচালক ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেন।





আজ আপমি আপনাদের youtube সম্পর্কিত একটি ট্রিকস জানাতে চেষ্টা 
করব।যা আপনার youtube  ভিডিও মার্কেটিং এ অনেক সহযোগিতা করবে। 
আমরা হয়ত সবাই জানি যে youtube এ কোনো ভিডিও পেলে লিস্ট তৈরী করতে হলে google একাউন্ট এ লগইন করতে হয়। কিন্তু আজ আমি 
 আপনাদের  কে জানাব কিভাবে আপনি   google ও youtube এর অনুমতি ছাড়া অর্থাৎ google  একাউন্ট এ লগইন ছাড়াই youtube পেলে লিস্ট তৈরী করতে পারবেন। 




তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার পছন্দ করা ভিডিও গুলোর URL নিয়ে একটি  লিস্ট তৈরী করুন।
ঠিক এই রকম

https://www.youtube.com/watch?v=6JBdh6wOQx8

https://www.youtube.com/watch?v=tiu10B1Qoyo

https://www.youtube.com/watch?v=sSmMt1C6Ryc

https://www.youtube.com/watch?v=2TgRZjgeXc8


আপনি যত ইচ্ছা তত ভিডিওর URL  নিতে পারেন।

এবার একটু  লক্ষ্য করুন এই URL  টির দিকে

http://www.youtube.com/watch_videos?video_ids=

এবার আপনার কাজ হল আপনি যত গুল ভিডিওনিয়ে ভিডিও প্লে লিস্ট তৈরী করবেন ঠিক তত টি   ভিডিওর ID (6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8) নিয়ে সিরিয়াল করে বসান এবং প্রতিটি ID পরে কমা দিন। 


হ্যা আপনার ভিডিও Id কিভাবে পাবেন ?

ভাল করে লক্ষ্য করে দেখুন যে প্রতিটি  ভিডিও এর শেষে  watch?v= লেখার পর কিছু কোড লেখা আছে।
যেমন, আপনি যদি আমার উপরের তৈরী লিস্ট টি লক্ষ্য করুন তাহলে ভিডিও ID গুলো হবে

6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8

এবার এই কোড গুলো একত্রে করে যদি প্লে লিস্ট তৈরী করি তাহলে URL টি ঠিক এই রকম হবে
http://www.youtube.com/watch_videos?video_ids=6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8
 




আপনার এই প্লে লিস্ট যেখানে ইচ্ছা শেয়ার করতে পারেন,
 

সবচে বড় কথা হলো আপনি এই পদ্ধতি ব্যাবহার করে একটি লিংক বা URL শেয়ার করে একসাথে প্লে লিস্টের সকল ভিডিওর ভিউ বাড়াতে পারেন।
যত ইচ্ছা প্লে লিস্ট তৈরী করুন google অথবা Youtube  আপনাকে কোনো সমস্যায় ফেলবে না।

তো কি এখন কি নিজেকে Youtube Expart  মনে হচ্ছে।  হ্যা সামনে আরো চমৎকার youtube সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আসছি।
সবাই আমার জন্য শুভ  কামনা কোরবেন। 




ধন্যবাদ