উত্তর দিন আমাকে ?( ভিডিও)

উত্তর দিন আমাকে ? ভিডিও টি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানিয়ে নিন আমরা কিভাবে আমাদের বিপদ ডেকে আনছি। ------------------------------------------------------আমাদের মধ্য যেসব ভাই ও বোনেরা এবার মেডিকেলের প্রশ্ন টাকা দিয়ে কিনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তারা যে মেডিকেলে পড়ার সময় জালিয়াতি করে ডক্টর হবে না তার প্রমান কি ? তারা তো ভর্তি পরীক্ষা তেই জালিয়াতি কোরেছে । আর যারা বা যাহারা প্রশ্ন বিক্রি করে হয়ত অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু তারা জানে না যে, তারা তাদের জীবন কে তার পরিবারে জীবনকে হুমকির মুখে ফেলছে। ধরুন আপনি একজনার কাছে মেদিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রি করলেন। .......... ৫ বছর পর আপনি আপনার বাবর অপারেশোন করাতে গেলেন আর দেখলেন যার কাছে আপনি প্রশ্ন বিক্রি করেছেন সেই ডাক্তার আপনার বাবার অপারেশোন করবে। .... আর কিছু লিখলাম না। ..... বুঝে নিন। ...fb.com/MasterAll.Masum

Posted by Md Masum Billah Rasel on Friday, October 9, 2015
কারও সাথে কথা বলতে হলে, এমন বিষয়ই বেছে নিতে হবে যা নিয়ে তার বা পৃথিবীর সবার আগ্রহ সবচেয়ে বেশি।
 এখন হয়ত আপনার মনে প্রশ্ন জাগবে
কী নিয়ে পৃথিবীর সব মানুষের আগ্রহ সবচেয়ে বেশি?
উত্তর হলো
প্রত্যেক মানুষের নিজের কথা !

                      আপনি যখন কারও সঙ্গে তাঁর নিজের ব্যাপারগুলি নিয়ে আলোচনা করেন তিনি   বিষয়বস্তুতে খুবই মজা পান,খুশি হন, উত্সাহী হয়ে উঠেন। তার প্রতি আপনার আগ্রহ দেখে আপনার সম্পর্কে তার ভালো ধারণা তৈরী হয়ে যায়।  



আপনি যখন কারো সাথে তারই সম্পর্কে আলোচনা করেন আপনি সঠিক কাজটিই করেন। কেননা আপনি তখন মানুষের সাভাবিক চাওয়া অনুযাই কাজ করছেন।
 এখানে পুরো ব্যাপারটাই ভুল হবে যদি আপনি নিজের ব্যাপারে তার সাথে আলোচনা শুরু করেন। কেননা এ কাজ মানুষের স্বাভাবিক চাওয়ার সম্পূর্ণ বিপরীতে।

সুতরাং আপনার মাথা  থেকে এই তিনটি শব্দ ঝেড়ে ফেলুন -
" আমি,আমার,আমাকে"

বরং এ তিনটির জায়গায় সবসময়ের জন্য মাথায় বসান এই তিনটি  শব্দ -
"আপনি,আপনারন,আপনাকে "

পরবর্তী অংশ পাবেন পরের পোস্টে। ....
সবাই কে  ধন্যবাদ 




ইংল্যান্ড যেমন ক্রিকেট খেলার জন্ম দাতা ঠিক ইন্ডিয়া হলো [ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল] আই সি সির  জন্নমদাতা। ইংল্যান্ড তো গ্রুপ পর্বেই বাদ পোরে দেশে ফিরেছেন আর অন্য দিকে  আই সি সির মালিক ইন্ডিয়ান ক্রিকেট দল, গ্রুপ পর্বে সেরা হয়ে কোয়াটার ফাইনালে  বাংলাদেশের সাথে দেখা করে এবং বাংলাদেশকে বিদায় কোরে দেয় বিশ্বকাপ থেকে, নিজেদের খেলার জোরে নয়,অর্থের জোরে । 



 এখানে
আমরা : বাংলাদেশী
আপনারা : ইন্ডিয়ান বুঝান হয়েছে


থাক ও সব কথা কেননা সারা পৃথিবী দেখেছে আমরা  হারিনি,আমাদের বরং জিতান হয়েছে,অনেকে ভাববেন এটা কিভাবে সম্ভব? আপনারা ইন্ডিয়ার সাথে খেলে দেশে ফিরেছেন তা ও বোলছেন  আপনারা খেলাটা জিতেছেন ? 
উত্তর : হুম জিতেছি।



 কিভাবে? কেন ? এসব পরে বলছি আপনারা বলুন কি লাভ হলো আমাদের খেলার মাঠে জোর করে হারিয়ে ,সেই আপনাদের (ইন্ডিয়ার ) তো বাড়ি ফিরতে হলো শেষ পর্ব না খেলেই। আমরা আমাদের বাড়ি বসে যেমন ফাইনাল খেলা দেখবো ঠিক আপনাদের ও বাড়ি বসে টিভির পর্দায় খেলা উপভোগ কোরতে হবে।    





জেনে নিন - কেন আপনারা সেমি ফাইনালে বাড়ি ফিরলেন? 

কারণ খেলার মাঠটা  ছিল অস্ট্রেলিয়ার,আর অস্ট্রলিয়ার বিপক্ষে আপনাদের জিত্তে হোত। আপনারা ও হয়ত, এ কথা ভালো কোরে জানেন তাদের মাঠে তাদের থেকে চুরি কোরে পার পাওয়া সম্ভব না। তবুও যদি চুরি করেন , তাহলে আর দেশে ফিরে যাওয়া সম্ভাবনা নেই । তাই আর অর্থের বল চল্লো না সেমি তে। আবার  স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে  ঐ  দুই আম্পায়ারকে (আলিম দার ও ইয়ান গোল্ড) পেলেন ।  ঠিক  অর্থের বল না চলা  ও  ঐ  দুই আম্পায়ারকে না পাবার কারণে  এখন আপনারাও বাড়িতে।



 
এবার জেনে নি কিভাবে আমরা (বাংলাদেশী) আপনাদের সাথে হেরও অবশেষে আমরা জয়ী ?
আপনারা আমাদের দুই সুই টি পওনা উইকেট দেন নি। এমন কি আমরা ছয় মারলে আমদের ছয়ের বদলে দিয়েছেন আউট।
আপনাদের ঠিক কি ঘোটলো যখন অস্ট্রেলিয়ার সাথে  ঠিক ওই দুই ব্যাটসম্যান মাঠে টিকতে পারলনা। হা আপনাদের ২৩৩ রানে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিল।  

আপনারা আমাদের সাথে প্রথম ২৫ ওভারে  রান কোরেছেন ৯৯ এবং পরের ২৫ ওভারে ২০৩।
কিন্তু অস্ট্রলিয়ার সাথে প্রথম ২৫ ওভারে কত রান কোরলেন  ?

 ৯৯ থেকে বেশি ?
উত্তর : হুম বেশি। 


পরের ২৫ ওভারে কি ঘোটলো আপনাদের ?
২৩৩ রানে অল আউট। কারণ কোনো ব্যাটসম্যান  দুই নম্বরী করে টিকতে পারে নাই তাই ১০০ রান কোনো ব্যাটসম্যান করতে পারলনা আর শেষ ১০ ওভারে কেলমা দেখাতে পারলেন না , আর জিতা হলো না  সেমি ফাইনাল। 



উপরের কথা গুলো পোরে কি বুঝলেন? এই তো ...
যে আমরা হারি নি বরং জিতেছি কিন্তু আই সি সির চোখে আমরা হেরিছি
[কারণ আমরা তাদের টাকা দিতে পারি নি,এবং  আপনাদের সাথে অন্যায় কোরতে পারি নি]

আরো বলছি উপরের লেখা পড়েে কষ্ট পাবেন না

কারণ আমরা মানুষকে অপছন্দ করি না,
অপছন্দ করি  তার খারাব কাজ কে।

ধন্যবাদ এত সময় নিয়ে পড়ার জন্যে
- মো: মাসুম বিল্লাহ রাসেল


  সফলতা হচ্ছে খেলার মতো।
 যত বেশি খেলবে, তত বেশি জিতবে।
 আর যতবার জিতবে,তত সফলতার সাথে খেলবে।