উত্তর দিন আমাকে ?( ভিডিও)

উত্তর দিন আমাকে ? ভিডিও টি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানিয়ে নিন আমরা কিভাবে আমাদের বিপদ ডেকে আনছি। ------------------------------------------------------আমাদের মধ্য যেসব ভাই ও বোনেরা এবার মেডিকেলের প্রশ্ন টাকা দিয়ে কিনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তারা যে মেডিকেলে পড়ার সময় জালিয়াতি করে ডক্টর হবে না তার প্রমান কি ? তারা তো ভর্তি পরীক্ষা তেই জালিয়াতি কোরেছে । আর যারা বা যাহারা প্রশ্ন বিক্রি করে হয়ত অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু তারা জানে না যে, তারা তাদের জীবন কে তার পরিবারে জীবনকে হুমকির মুখে ফেলছে। ধরুন আপনি একজনার কাছে মেদিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রি করলেন। .......... ৫ বছর পর আপনি আপনার বাবর অপারেশোন করাতে গেলেন আর দেখলেন যার কাছে আপনি প্রশ্ন বিক্রি করেছেন সেই ডাক্তার আপনার বাবার অপারেশোন করবে। .... আর কিছু লিখলাম না। ..... বুঝে নিন। ...fb.com/MasterAll.Masum

Posted by Md Masum Billah Rasel on Friday, October 9, 2015
"আমি যদি বলি আমার প্রথম বন্ধু- গুগল 
তাহলে আমাকে অব্যশই বলতে হবে,আমার প্রথম প্রেমিকা - ইউটিউব।"

আমি যত টানা  ফেইসবুককে ভালোবাসি
তারচেও বেসি ভালবাসি  ইউটিউবকে।
কারণ
আমি ইউটিউবের প্রেমে পাগল।
তাই ইউটিউবের ১০তম জন্মদিনে আমার পক্ষ থেকে শুবেচ্ছা।



নটর ডেম বিজনেস ক্লাব
সূচনাকাল : ১৯৭৩ খ্রিস্টাব্দ


পরিচালক : মি. শীতল চন্দ্র দে
(সহকারী অধ্যাপক,ব্যবসায় শিক্ষা বিভাগ  )


প্রতিষ্ঠাকাল

' কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি ' - এ মূলমন্ত্রটি সামনে রেখে ১৯৭৩  খ্রিস্টাব্দে  নটর ডেম বিজনেস ক্লাব  প্রতিষ্ঠিত  হয়। তৎকালীন ছাত্র উপদেষ্টা এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার ষ্টিফেন গমেজ, সিএসসি এবং অধ্যক্ষ ফাদার বেঞ্জ্জামিন  কস্তা, সিএসসি এর পৃষ্ঠপোষকতা ও প্রাক্তন শিক্ষক মি.ম. নূরুন্নবীর ঐকান্তিক চেস্টার ফসল ' নটর ডেম বিজনেস ক্লাব '। ১৯৯২  খ্রিস্টাব্দে বর্তমান পরিচালক ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেন।