20
Apr
2015

Youtube এর অনুমতি ছাড়াই Youtube Playlist তৈরী করুন।

/
0 Comments

আজ আপমি আপনাদের youtube সম্পর্কিত একটি ট্রিকস জানাতে চেষ্টা 
করব।যা আপনার youtube  ভিডিও মার্কেটিং এ অনেক সহযোগিতা করবে। 
আমরা হয়ত সবাই জানি যে youtube এ কোনো ভিডিও পেলে লিস্ট তৈরী করতে হলে google একাউন্ট এ লগইন করতে হয়। কিন্তু আজ আমি 
 আপনাদের  কে জানাব কিভাবে আপনি   google ও youtube এর অনুমতি ছাড়া অর্থাৎ google  একাউন্ট এ লগইন ছাড়াই youtube পেলে লিস্ট তৈরী করতে পারবেন। 




তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনি আপনার পছন্দ করা ভিডিও গুলোর URL নিয়ে একটি  লিস্ট তৈরী করুন।
ঠিক এই রকম

https://www.youtube.com/watch?v=6JBdh6wOQx8

https://www.youtube.com/watch?v=tiu10B1Qoyo

https://www.youtube.com/watch?v=sSmMt1C6Ryc

https://www.youtube.com/watch?v=2TgRZjgeXc8


আপনি যত ইচ্ছা তত ভিডিওর URL  নিতে পারেন।

এবার একটু  লক্ষ্য করুন এই URL  টির দিকে

http://www.youtube.com/watch_videos?video_ids=

এবার আপনার কাজ হল আপনি যত গুল ভিডিওনিয়ে ভিডিও প্লে লিস্ট তৈরী করবেন ঠিক তত টি   ভিডিওর ID (6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8) নিয়ে সিরিয়াল করে বসান এবং প্রতিটি ID পরে কমা দিন। 


হ্যা আপনার ভিডিও Id কিভাবে পাবেন ?

ভাল করে লক্ষ্য করে দেখুন যে প্রতিটি  ভিডিও এর শেষে  watch?v= লেখার পর কিছু কোড লেখা আছে।
যেমন, আপনি যদি আমার উপরের তৈরী লিস্ট টি লক্ষ্য করুন তাহলে ভিডিও ID গুলো হবে

6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8

এবার এই কোড গুলো একত্রে করে যদি প্লে লিস্ট তৈরী করি তাহলে URL টি ঠিক এই রকম হবে
http://www.youtube.com/watch_videos?video_ids=6JBdh6wOQx8,tiu10B1Qoyo,sSmMt1C6Ryc,2TgRZjgeXc8
 




আপনার এই প্লে লিস্ট যেখানে ইচ্ছা শেয়ার করতে পারেন,
 

সবচে বড় কথা হলো আপনি এই পদ্ধতি ব্যাবহার করে একটি লিংক বা URL শেয়ার করে একসাথে প্লে লিস্টের সকল ভিডিওর ভিউ বাড়াতে পারেন।
যত ইচ্ছা প্লে লিস্ট তৈরী করুন google অথবা Youtube  আপনাকে কোনো সমস্যায় ফেলবে না।

তো কি এখন কি নিজেকে Youtube Expart  মনে হচ্ছে।  হ্যা সামনে আরো চমৎকার youtube সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আসছি।
সবাই আমার জন্য শুভ  কামনা কোরবেন। 




ধন্যবাদ









You may also like

No comments: